চারিপাশে দূষণ আছে দূষণ চলছে ভীষণ ।
দূষণেরই গ্যারাকলে আমরা হলাম পেষণ ।
শব্দ দূষণ , বায়ু দূষণ চলছে হাওয়ার পালে ।
পানি দূষণ, মাটি দূষণ আছে মোদের ভালে।
সব্জির দূষণ , ফলের দূষণ, দূষণ হচ্ছে জীবন।
ভালোবাসায় দূষণ আছে , দূষণ হয়েছে বরণ ।
চাওয়াটাতে দূষণ থাকে পাওয়াতে আর শেষ নাই ।
নানান রকম দূষণ ভরা আমাদের এই দেশ ভাই।
দূষণ দূরেও দূষণ আছে , অভাব আছে চেষ্টার ।
ভাষার দূষণ আরেক ভীষণ করছে ক্ষতি দেশটার ।
মিশ্র দূষণ ,বানান দূষণ এইসব যে আর নতুন নয় ।
অযত্নে আর অবহেলায় বাংলা ভাষার দূষণ হয় ।
ছোট থেকেই স্পেলিং শিখার চলে কত আয়োজন
বাংলা বানান শুদ্ধিকরণ কী আর এমন প্রয়োজন ?
ইংরেজীতে ভালো হলেই ছাত্র সেটা চমৎকার
সাংবাদিকরা হুমড়ে পরে নিতে তারই সাক্ষাৎকার।
জ্ঞানী কথা বলে সবাই , ইংরেজীতে প্রথম হও -
বাংলাটাতে খারাপ হলেও কেহ কিন্তু মন্দ নও।
চাকরি পাওয়া খুবই সোজা পরভাষা করলে পূজা ।
গেয়ো বাংলা জেনে কি লাভ শুধু শুধু মাথার বোঝা ?
বাংলাটাকে পাশ কাটিয়ে ইংরেজীতে যাও ছাড়িয়ে ।
বাহাবাটা তবেই পাবে সবাই দিবে হাত বাড়িয়ে।
তরুণেরা কথা বলে বাংলিশেতে হাত পা ছুড়ে ।
বাংলায় যদি অমন কর মুখটা যাবে ভেঙ্গে চুরে ।
ওটা শুধু ইংলিশেই হয় ইংলিশ স্টাইলিশ ল্যাঙ্গুয়েজ ।
বাংলা ছেড়ে ইংলিশ বল, ইংলিশেতে বাড়াও তেজ ।
ইংরেজি বিশ্ব ল্যাঙ্গুয়েজ তাই এটা ছাড়া চলা দায়।
বাংলা কি আর অমন ভাষা পরদেশে বলা যায় ?
কটা বই বাংলায় আছে উচ্চ ডিগ্রী-ফিগ্রীর ভাই ?
ইংরেজীটা না জানিলে জেনো আর রক্ষা নাই।
বাংলায় শুধু শিশুতোষের গল্প,উপন্যাস ,ছড়া হয় ।
ইংলিশ সাহেবি ভাষা তাই ওটা ছাড়া জ্ঞান চর্চা নয়।
ইংরেজিতে খারাপ যারা পড়ুক বাংলা সবাই তারা ।
দৈন্য জীবন নিয়ে বাচুক বাংলা প্রেমী হতচ্ছাড়া ।
ফ্যাশন-ট্যাশন করতে সবাই আধেক বাংলা বলে যায়।
আধেক ইংলিশ না বলিলে স্মার্ট বনাটাই চরম দায়।
রঙ-বেরঙের বই এ ভরা আমাদের সেই লাইব্রেরীটা
কী আর এমন হবে বৃথা না বলিলে গ্রন্থাগারটা ?
ফ্যাশন মেনে বাংলিশ দিয়ে লিখলাম এ্ক স্মার্ট কবিতাই
দূষণ যদি হয় তবে হোক, স্মার্ট লোকের আর ভাবনা নাই।
উঃঢাঃ
২৪/০৩/২০১৮