অজকে পাখি ডাক দিয়েছে ওই দূর তপোবনে,
পাখিরে তুই ডাকিছনে আর মন করে চনমনে।
তোর লাগিয়া বেলা যে গেল ভেবে ভেবে মোর হায়,
আজকে যে তুই ডাক দিলি তাই মন নেচে যায়।
আসিয়া দেখি নিশ্চুপ হয়ে বসে আছ ঐ ঘাটে,
আমি আসি তাই তুমি লাফাও এই হতে ওই ডালে।
রোমাঞ্চ বুঝি ঢেউ খেলে আর ফোলে ফোলে যায় বুক ,
আজকে যেন হল আমার সুখের একটু অসুখ।
চমকিতে দেখি এলে তুমি ওইখানের আবডালে ,
একটুখানি কাছে আস মোর মন ভিজুক আবেগে।
ধরতে দেখি তুমি উড়ে যাও অন্য পাখির সাথে ,
ক্লান্ত আমি একলা পথিক কেদে যাই নিভৃতে।
যাবোনাকো আর দিবোনাকো সাড়া যেই করুক ডাকাডাকি।
আমার ডাকে যে দিবে সাড়া সেই মোর কাছে খাটি।