আমি চাই মুক্তি ,হতে চাই সুপ্ত সন্ন্যাসী,
আমি চাই চারু চাদের আলোয় সুন্দর পৃথিবী ।
আমি চাই জড়তা ঝড়ুক , ঝড়ুক সকল হীনমন্যতা,
আমি চাই উত্তপ্ত সাহস, আমিই আমার স্বাধীনতা ।
জড়তা-হীনতা-নীচতা, সব দূর-দূর ঝড়ে যা,
ভেবে দেখ ঐ মরুভুমিতেও জীবনের স্পন্দনতা ।
ক্লান্তি-শ্রান্তি-ভ্রান্তি , বাধা যত আসুক,
মানি না আমি, মানে অন্যে মানুক।