ঘরের চালের এক কোণেতে চড়ুই পাখার বাসা ,
পাখির ডাকে সকালবেলা ভাঙ্গত ঘুমের নেশা।
সেই পাখিটা মাঝে-মাঝে আসত উঠোন ধারে ,
ফুরুৎ করে উড়াল দিয়ে বসত টিনের চালে।
সেই পাখিটা একদিন আর ডাক দিল না ভোরে,
ঝড়ের রাতে বাড়ির পাছে থাকল পড়ে মরে।
শিশুকালের ওই ছবিটা হঠাৎ ভাসে চোখে ,
কচি মনের সেই ব্যথাটা আজও জেগে ওঠে।
ক্ষুদ্র পাখি মানুষের মন অম্নি যদি কাড়ে !
আমরা মানুষ হেরে গেলাম চড়ুই পাখির দ্বারে !
২৪/০২/২০১৮
উঃ ঢাঃ
............