রবি তুমি পশ্চিমে যাও
সন্ধ্যা এলে
পড়তে আমি বসি তখন
তুমি গেলে
চরণ দুটি নড়ে চড়ে
শব্দ উঠে
কুর্সি পদের সেই নাচনে
হেলে দুলে
শব্দ তুলে পড়া পাড়ি
মগ্ন হয়ে
ধুম- ধুম -হুম -হুম
ছিপ-ছিপ-এ-এ-
আওয়াজ চলে
পড়ি আমি সুরে সুরে
এলেবেলে
দেখে শুনে আব্বা বলে
লক্ষী ছেলে
কখন জানি তন্দ্রা এসে
জাপটে জোরে
ঝিম মেরে রই হঠাৎ আমি
ঘুমের ঘোরে
বইয়ের পাতার শব্দ করে
ওড়াওড়ি
আম্মা এসে দেখে আমার
চোখে ঠুলি
মাথায় আমার হাত বুলিয়ে
মিষ্টি সুরে
বলে বাবা লক্ষী চানটা
আমার ওরে
খুব পড়েছো এবার ঘুমাও
রাত হলোরে
উঠতে হবে আবার তোমার
মিষ্টি ভোরে
দেখবে তুমি উঠছে সুরুজ
আড়মোড় ছেড়ে
ধীরে ধীরে পূব গগনে
উকি মেরে ।
শুনবে পাখি হাক তুলেছে
চারিদিকে
শুভ সকাল জানাবে তোমায়
লক্ষী ছেলে।