সমস্ত অভিযোগের অভিমান ভুলে
আমরা কী আবার গন্তব্যে পৌঁছাতে পারি?
আমাদের প্রেমের শিকড় ধরে!

মাঝপথে চলার গতি'টা বড্ড বেসামাল ছিলো
কে কোথায় গেলাম হারিয়ে
আমরা তো আবার এক হতে পারি?

আমাদের বিকেলের আড্ডা টা বড্ড মধুর ছিলো
তোমার আলসে সময়টা বেশীরভাগ জানালার পাশে
উঁকি দিয়ে আমাকে দেখার ছলে কেটে যেতো,
তোমার পাঠানো চিঠি গুলো, আজও বাক্স ভরা!

শুনেছি মাঝেমধ্যে জ্ঞান হারিয়ে ফেলো,
খুব বড়সড় রোগ হইনি তো?
আমার ভয় হয় তোমাকে নিয়ে!
তুমি কেমন আছো?

ভালো থেকো, তুমি ভালো থাকলে
আমিও ভালো থাকবো!