চারিদিকে হৈ-হুল্লোড় মানুষের ভীড় অথচ
তোমাকে পাওয়ার নেশা টা আমার এখনো জাগে;
ভুল পথে হেঁটে তোমাকে হারিয়ে ব্যকুলতার তীব্র ব্যথা
কিভাবে বুঝাই কলমের দাগে!
মনেমনে অনেক কথা বলে যাই তোমার আমার চেনা পথের ধুলোর সাথে
দুজনের সেই চেনা পথে চাতক পাখির মতন তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে;
কখনোসখনো খুব রকমের কষ্ট লাগে একাকীত্ব মনে
চোখের জলে প্রায়ই ভিজি তাই এখন আর ভিজিনা বৃষ্টিতে!
তোমার মনে আছে আমাদের শেষ দেখা
তোমাকে দেখেছি সেই কবে ফুলতলার বাড়িতে;
মাঝেমধ্যে কালো রঙের গাড়ি টা দেখলে বুকটা কেঁপে ওঠে
তুমি নেই তবুও ভাবি তুমি বোধহয় আছো ওই গাড়ীতে!