সঞ্জু, আমার যাকিছু সঞ্চয়
সবটুকু দেবো তুই নিস;
বিনিময় যেমন ছিলাম তেমনই আমার আমিত্বে
আমি-কে ফিরিয়ে দিস!
ঘন অন্ধকারে একচিমটি আমার জ্যোৎস্না হবি
সঞ্জু,
আমি তোকে রাতের অন্ধকার দেবো;
ক্লান্তি দুপুরে একটুকু আমার সুখ হবি
সঞ্জু, ভয় নেই' আমি তোকে চুল উড়ানো দখিনা বাতাস দেবো!
সঞ্জু, কি দেবো? কি দিলে খুশি
একফোঁটা অশ্রুজলের মূল্য দিবি;
বিনিময় আমি আমার তুমিকে চাই
দেখি তুই কতটা স্বার্থপর, কিভাবে আমার তুমি টা ফিরিয়ে নিবি!
সঞ্জু তোকে ভালো বাসতে নির্ধারিত কোনো দিবস নাই প্রতিদিন ভালোবাসি
বলনা কি দেবো তাঁর নাম;
পৃথিবীর সমস্ত মানুষ হইচই ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা ভালোবাসা
আমি তো রোজ রোজ খুলে দেখি সেই তোর চিঠি সেই পুরাতন খাম!