===================================
প্রতিটা বিকেল আমার অপেক্ষা
তোমার বাড়ীর রাস্তায়,
কখন আসবে তুমি পুকুরপাড়
চলে এসো, যেখানেই থাকো যে অবস্থায়!
===================================
প্রতিটি রাত আমার নির্ঘুম কাটে,
এলোমেলো ভাবনা গুলো
কূলকিনারা বিহীন মনের অজান্তেই
ছুটে যায় তরি বেয়ে তোমার ঘাটে!
===================================
ওখানেও মেলেনি তোমার আমার দেখা!
ফিরছি না পাওয়ার বেদনায় ব্যথায় ব্যথিত,
ডিঙি পুরো ভর্তি,
ডুবছি অথই জলে,
শব্দহীন চারিদিক ঘেরা, ঘন অন্ধকার
একাকীত্ব মনে পায়চারি করে একে একে
স্বপ্ন বিলাসীর সাথে লড়াই!
দমকা বাতাসে মুচড়ে যায়
স্বীয় অমিত্বের দেয়াল!
==================================
মুহুর্তেই ফেকাসে ধারণ মুখখানি
উষ্কখুষ্ক শুকনো দুই গাল বেয়ে
ঝরছে দুটি চোখের কোণঘেঁষে ক'ফোটা নোনাজল!
নিঃসঙ্গতার স্বীকার সাক্ষী রইলো রাত্রির অন্ধকার!
আনুমানিক ঘন্টা খানিক চোখের পাপড়ি তন্দ্রাভাব
ভোরবেলার সূর্যের আলোর সন্ধান মিলে!
প্রতিদিন সেই একি রুটিন
এক কাপ চা!
==================================
ছুটছি অগণিত মানুষের ভিড়ে
এতো তাড়া করে
তবুও জুটেনি
বাসের মধ্যে একটা সিট!
ধোঁয়ার দুর্গন্ধে মাথা ঘুরপাক!
==================================
সামাজিক রক্ষায়
জীবনের তাগিদে
কর্মই আমার একান্ত!
প্রতিদিন নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হয়,
মাসিক দিন মজুরী যেখান থেকে হয় আনা!
শহরের কোনোএক চার দেয়ালের কোণে
ওখানেই নানারকম আমার ব্যস্ততা!
দিন শেষে ফেরা তোমার নানান অভিযোগ
আমার মাথার উপর ঝাঁপটে ধরা!
=================================
ব্যর্থতা প্রকাশ সময় আমার একটুও হয়নি!
তোমার অভিমানের দেয়াল ভাঙবে
সেই আশায় আমার মিনতি!
তুমি ছিলে, তুমি ছিলে, তুমি ছিলে
সারাদিন রাত্রি ধরি
আমার মণিকোঠায়!
বিচ্ছেদ ঘটে
আমার প্রতি তোমার বিশ্বাসের!
ভাবছো আমার মিথ্যের ঝুলি তোমার কাঁদে?
মূল্যহীন সকল অজুহাত আমার
অবশেষে আমি তোমার অপ্রাপ্তি স্বীকার!
==================================