মাঝেমধ্যে কাঁদতে চাইলেও কান্না যায়না
চোখের অশ্রু গুলো আটকে যায়
বের হয় না,
ভেতরটা খুব রকমের কষ্ট আর কষ্ট!

জীবনটা কখন কোথায় গিয়ে দাঁড়ায়
কল্পনার নকশিকাঁথায় কখনো গাঁথা হয় না!
জীবন মানে বোধহয় সবকিছু বিলিয়ে দেওয়া,
নিজের করে কোনকিছু আশা করা হয়তো এটা একরকমের বোকামি!

জীবনে অনেক রকম আঘাত পেয়েছি কিন্তু তারমধ্যে মস্তিষ্কের আঘাতটি
আমাকে প্রতিটি মুহূর্ত ভাবায়,
এইসব ভাবাভাবির যন্ত্রণা থেকে আমাকে কেউ মুক্তি দেবে?
আমি আর পারছিনা!

আমার কল্পনা, আমার স্বপ্ন আশা আকাঙ্খা দিনদিন
হয়ে যাচ্ছে আজকাল ফেকাসে;
আচ্ছা মানুষ চাঁদ দেখতে ভালোবাসে তাই-না?
মাঝেমধ্যে আমিও দেখি, কথা বলি একা-একা পাগলপাগল
না পাওয়ার বেদনায় কাকে যেনো খুঁজে বেড়াই ওই আকাশে!