মধুমিতা ঘুমের ঘরে তোমাকে কিশোরীর রূপে আজি পেয়েছি
তোমার অভিযোগ ছিলো টিচারের কাছে বখাটে আমি;
আজ বহুদিন পড়ে তুমি এলে এলে মোর ধারে, আমি আনন্দিত
দুঃখ নেই' যখন মেনেছ আমাকে তোমার তুমি!
আমি এযাবৎ দেখেছি তোমাকে হেরে যেতে
দেখেছি দগ্ধ আগুনে আমার মধুমিতা পুড়তে;
তবুও তুমি থামনি শত কষ্ট বেঁধেছো বুকে, আমি এও দেখেছি
দেখেছি তোমাকে আনন্দে ঘুরতে!
মধুমিতা তুমি আমার কল্পনায় এমন ভাবে মিশেছ তোমার সমস্ত অভিযোগ বরাবরই ভালোবাসতে ইচ্ছেহয়;
তোমার হাতে হাত রেখে দু'কদম কখনো হেঁটে দেখেনি
অথচ তুমি খামচে আছো আমার ভেতরটায়
মধুমিতা এটা কি ভালোবাসা নয়!