নামের নামে আছি কাজের কিছু নাই;
যেমন খুশি তেমন লুটেপুটে খাই!
অনাহারী যারা ক্ষুধার জ্বালায় করছে পায়চারি;
মুখোশধারী পিচাশ তার মুখ ভরা দাড়ি।
গৃহে যার ভাত জুটেনা কে বুঝবে তার জ্বালা;
তেল মাথায় তেল দিবে বাপু নিয়মনীতির মালা!
অনাহারে কাঁদছে মাগো ক্ষুধার বড় জ্বালা;
সত্য কথায় ভাত জোটেনা বাসুন নিয়ে পালা!
শক্তি যাদের লড়াই তাদের ওদের বাহাদুরি;
আর ক'টা দিন সবুর করো ফাটবে ওদের ভুড়ি!
মানুষ নামে মানুষ দেখো ওরা মানুষ নয়;
মনুষ্যত্ব আছে যাদের তারাই মানুষ হয়!
লোকের কথায় লড়ছে মানুষ অভাগা এক জাতি;
ক্ষুধার জ্বালায় কাঁদছে মাগো নিভবে বোধহয় বাতি!