বাবার বকুনি খেয়ে মা প্রায়ই বলতেন
পাশের বাড়ির চাচির কাছে আর কতদিন আমাকে সে জ্বালাবে;
আমিতো অপেক্ষায় আছি আমার সন্তানরা একটু বড় হউক
তখন আর দুঃখ থাকবেনা আমার সমস্ত দুঃখ পালাবে!
আদর মাখা মায়ের হাত ধরে কতো পথ হেঁটেছি
শতকষ্ট বিসর্জন দিয়ে সুখ ভাবিয়া সন্তানকে করেছে লালন;
অথচ আমি সেই হতভাগা সন্তান বরাবরই ব্যর্থ
সঠিকভাবে মা'য়ের দ্বায়িত্ব করিনি পালন!