আর কি দেখাবে আমাকে, দেখেছি ঘোলাটে পানি
আমি দেখেছি বদলে যেতে সময়ের সাথে মানুষের রূপ;
সমুদ্র জলে নিঃশ্বাস আমার আটকে যাবে
আমি কখনো বুঝিনি আমার ভুল হচ্ছে, ভুলেই দিয়েছিলাম ডুব!
আমার বাঁচার ইচ্ছে জাগে বড্ড স্বাদ হয়
হৈ-হুল্লোড় করে কিশোর কিশোরীর মতন ঘুরে বেড়াতে;
স্বপ্ন টা মনের ভিতর'ই থাকে আমারও তাই থাকছে আসলে সব স্বপ্ন পূরণ হবার নয়
আমার ব্যর্থতা এখানেই কখনো পারিনি স্বপ্ন থেকে নিজেকে এড়াতে!