ক্লানি মনে আমি আমার কথা বলি
কেউ তোঁ নাই কাছে দুঃখ কে শোনে,
বিরহী যন্ত্রণায় তুফান বুকে
কফোঁটা নোনাজল গড়িয়ে পড়ে দুচোখের কোণে!
সুখীজন সেও নাই সুখে,
সেও বলে কথায় কথায় আছি বড় দুখে!
আমার দুঃখ কারে বলি, বনমালী-
সুখীজন যে কোথায় গেলে চলি!
আমি এই না দুঃখে যাবো মরি,
কেঁউ রাখবে না আমায় ধরি!
বনমালী বলো সুখ পাখি কোথায়,
আমি একবার যেতে চাই সেথায়!
বনমালী সে কী, ওই যে দেখি তোমার দুচোখ কাঁদে,
তুমিও কি পড়েছো আমার মত ফাঁদে!
ভেবেছি তুমি সুখী, সুখীজনের এমন দশা,
বনমালী কে করেছে তোমার সর্বনাশা!
জানি বলবেনা তুমি আমায়,
তোমার ও দাগ লেগেছে সাদা জামায়!
মুখ ফিরিয়ে যায়রে সবাই
বুঝি মুছার কারো সাধ্য নাই,
এই জ্বালা কেমনে সয়
কোথায় গেলে মুক্তি পাবো আমি সেই মুক্তি চাই!
বনমালী তুমিও কী আমার সাথে যাবে
যদি পথ ভুলে যাই কেঁউ কী খুঁজে পাবে!