অন্ধকার চারদিকে লুন্ঠিত লুটতরাজ
চারদিকে সচকিত স্বাধীন মার্ডার
নেই প্রতিবাদের এতটুকু ঝঞ্জার
জাতি আজ বাকরুদ্ধ প্রতিবাদ।

বাগ্মী আজ নষ্ট বিবেকের জাতাকলে চূর্ণ
অামাদের বিবেক আজ ক্ষয়ে ক্ষয়ে যায়
মসনদের লোভনীয় মোহনার মোহে
অত্যাচারীর খড়গের নিচে চাপা পড়ে মুক্ত বাণীর বান।

গুম আর অপহরনের দৃশ্য নাটকের বাস্তবতায়
বন্দুকের নলে ঢাকা পড়ে শত শত সুমিষ্ট আত্মা
ওরা আজ রক্ত পিপাসু ক্ষমতার দাপটে জড়িয়ে পড়েছে
রক্ত খেকু হুলি খেলার নেশায়।

অন্ধকার চারদিকে লুন্ঠিত লুটতরাজ
জাতি আজ দূষিত বায়ুর গন্ধে মৃত প্রায়
বুক ভরে নিঃশ্বাস নেয়ার নেই অধিকার
ওরা হিংস্র ওরা কলুষিত ওরা লুণ্ঠিত বেগবান------।

বরিশাল-১০-১১-১৫