আমার চিত্তে আগলে রাখা
অসম্ভব বিশ্বাসগুলো হঠাৎ করে
সম্ভব হয়ে গেল অবলীলায়।
আমার জনম জনম পুষে রাখা
সরল বিশ্বাসগুলো বাস্তবে পুড়ে গেল
রুদ্র হাওয়ায়-------।
আমার মনের ইচ্ছেগুলো তোমার মনের
অসম্ভব দেয়ালে, বন্ধ করে দিল-
নিঃশব্দের শ্বাস-প্রশাস-------।
আমার তৃষ্ণার্ত হৃদকে ভেঙ্গে দিল
তোমার জল ভর্তি মাটির কলস।
চূর্ণ করে দিলে সবুজ দেহের হৃদ বাচানো-
সোনালী ফসল--------।
বহুদিন হলো সত্যকে বেচে দিয়েছি-
মিথ্যে আশার ছলনার তরে,
বদলে যাচ্ছি তুমি আর আমি,
হৃদে চেপেছে বিশ্বাসের বদলে না বিশ্বাস।
তারপর আমি আকাশ পাতাল ভ্রমন শেষে
শব কাদে নিয়ে হাটছি তো হাটছি-
কোন এক অজানা উত্তরে--------------।।
বরিশাল-২৩-১২-২০১১