আজ অনেক দিন ধরে ভাবছি
তোমাকে নিয়ে কিছু লিখবো,
কিছুক্ষণ থাকবো তোমার সেই বাটে।

ফেলে আসা বাতাস, সেক্ষণের স্মৃতিগুলো-
প্রতিনিয়ত হাজির হয় আমার দোরগোড়ায়,
কাছের মানুষ কিভাবে দূরে চলে যায়-
আবার হয় কাছের,খুব কাছের অন্যজনার।

সেইতো সেদিন শেখালে আমায়-
খুব কাছ থেকে দূরে-
আবার অনেক কাছের কিভাবে হতে হয়।

তুমি দিয়েছ অমায় অনেক,
আবার নিয়েছও কেড়ে সব,
আমি পারিনি এসবের কিছুই...........?

মন কয় মনে হয় ভাবতে শিখিয়েছ তুমি অমায় এতটুকুই আমার সম্বল,
যা ঘটে প্রতিনিয়ত আমার এখন.........।

বরিশাল-২২-০৫-২০১৪