কত শত এলো গেল
কত রয়েছে অপেক্ষায়,
একদিন আসবে সময়
আমার ইতি টানার।
তখন চাইলেই পারবো না কিছু বলতে
পারবো না কাছে টানতে,
বলতে পারবো না কোন কথা
কোন উপলব্ধি বোঝাতে।
তাই এই ক্ষণে চাইছি বিদায়
শত ভূল, করে দিও ক্ষমা,
আর কবে হবে দেখা
কখন, কোথায়, কে জানে?
যদি এটাই শেষ দেখা হয়
যদি কখনও শোন আর আমি নেই,
যদি পার এক নজর দেখতে এস
আমার মাটির ছোট্ট কবরে।
যদি ক্ষমা করতে পার
তবে এক ফোঁটা চোখের জল ফেল,
ধরে নেব সেটাই আমার প্রাপ্তি
আমার অন্তিমকালে।