আমি সরকারী কর্মচারী নই
আমি বেসরকারী কর্মচারী,
আমার ইচ্ছা অনেক, সামর্থ কম
করি না কাউকে দোষী।
আমি বেসরকারী কর্মচারী।
রোদে পুড়ে, বৃষ্টি ভিজে
লোকাল বাসে গাদাগাদি
সময় মত যেতে হবে অফিস
নয় খেতে হবে বসের ঝাড়ি।
দিন আসে মাস যায়
থেকে যাই শুধু আমি,
দিনের পর দিন কিভাবে চলি
সে শুধু আমিই জানি।
বেতন হাতে আসার আগে
হিসাব কষে বাজেট করি,
নিজ বেতনে হয়না সঙ্কুলান
অন্যের কাছে হাত পাতি।
আহা আমি বেসরকারী কর্মচারী।
চালের মূল্য উর্দ্ধমূখী
কেজি প্রতি টাকা আটষট্টি
কাঁচা বাজারে আগুন লেগেছে
কেজি প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা থেকে শুরু
টাটকা কিবা বাসী।
সবাই ভাবে শহরে থাকি
করি ভাল চাকরী,
মোটা বেতন, ঝকঝকে ফ্ল্যাট
আছে বুঝি ভাল পুঁজি।
সিটিং সার্ভিসের নামে কারসাজি
চলছে লোকাল বাসের ঠক বাজি,
জ্যামের কারণে অতিষ্ঠ জীবন
গরমে বসে তাই ঘামছি।
বছরের পর বছর চলে যায়
নতুন বাজেটে বেতন বেড়ে যায়
খুসি তাই সরকারী কর্মচারী,
এই খুসিতে দ্রব্য মূল্য
আরো কিছুটা বেড়ছে শুনেছি
আমি যেখানে ছিলাম সেখানেই আছি
সামান্য পরিমান বেতন বাড়েনি
আমি যে ভাই বেসরকারী কর্মচারী।
সরকারকে কি দেব দোষ
দোষ তো আমার নিজেরই
গরীবের ঘরে জন্ম নিয়েছি
বাবা ঘুষের টাকা জমাতে পারে নি।
নেই বড় মামা, নেই কোন চাচা
কি যে করি ভাই আমি,
অনেক কষ্টে চাকরী নামক
সোনার হরিণ খুঁজে পেয়েছি।
এই সুবাদে সবাই ভাবে
আমি বুঝি খুব লাকি,
বোঝে না কেউ এই বাজারে
স্বল্প বেতনে আমি যে এক নীড়িহ কোন প্রাণী।
মনের দূঃখ মনে পুষে রাখি
বোঝার নেই তো সাথী,
নিজ দেশে তাই মাঝে মাঝে মনে হয়
আমি হয়তো পরবাসী।
আহা আমি যে বেসরকারী কর্মচারী।