আমি গর্বিত আমি বাঙ্গালী
আমি ধন্য তোমায় পেয়ে
হে পল্লী জননী।
তোমার কোল ভরা
সোনালী ধান,
জুড়িয়ে যায় প্রাণ।
তোমার গোধুলী মাখা
বর্ণীল আকাশ,
দক্ষীনা শীতল বাতাস,
আমায় পাগল করে দেয়
আমাকে ভাবায়
কেমন করে এমন মনহর তুমি,
আমি গর্বিত আমি বাঙ্গালী।
তোমার স্রোত লহরী,
শিউলি জবা বেলী ফুল
সব যেন অমৃত সুধা,
দু’হাত উজার করে
ভরিয়ে দিয়েছ,
ধরণীর মাঝে
অপূর্ব এক সৃষ্টি তুমি,
আমি গর্বিত আমি বাঙ্গালী।