আমি ভাবি আর কাঁদি
কাঁদি আর ভাবি,
কি করিয়াছি,
কি সহিয়াছি,
কত না কষ্ট লুকাইয়াছি
আপন হৃদয়কে জর্জরিত করিয়াছি।
নিষ্ঠুরতা দেখিয়াছি
লাঞ্ছনা গঞ্জনা সহিয়াছি,
আপন করিয়াছে পর
পরে দিয়াছে সান্তনা,
কখনো বা পরে করিয়াছে ছলনা,
আপন করিয়াছে বাহাবা।
কি আজব দুনিয়া?
এই দুনিয়াতে সবই ধারিত হয়
দুঃখ কখনও ধারিত হয় না।
সবই কেনা যায়,
সুখ পাওয়া যায় না।
যাকে খুঁজি
তাকে পাই না,
যাকে চাই
সে ধরা দেয় না।
সকলই অসাধ্য হইয়া পরিয়াছে
সোনার হরিণ অধরা রহিয়াছে।
জীবন রঙ্গীন করিয়া
শুরু হইয়াছে বটে,
শেষটা জমকালো হইল না
আঁধারে তলাইয়া গিয়াছে।