এখানো বাতাসেরা হিমাঙ্ক চেনে
রাতের বরফনেশা ছাড়তে পারেনি
ছায়াপথ জুড়ে যে ধূমকেতু ছিল
বেবাগী সে নিজেকেও চিনতে পারেনি !
এখানে বাতাসেরা গম্ভীর খুবই
লুকিয়ে বন্ধু হলেও বলতে পারেনা
কি জানি কি চেনা ভয় ওত পেতে থাকে
বিকালেরা বাড়ি ফেরে রাত্রি নামেনা !!