ভাঙতে গিয়েও ছিঁড়ছে শরীর,
নজরবন্দি নদীরা।
শুকিয়ে দিচ্ছে জলপ্রপাত,
লুকিয়ে রাখা ক্ষতরা।
বাড়লো কী কী? থাকবে ঠিকই,
ব্যস্তানুপাত নিরিখে।
পাতাল দেখার পথ ভাবছো,
আকাশ দেখার সিঁড়িকে !
ওই যে সেদিন থমকে গিয়েও
স্মৃতির ছায়া দোটানা ...
আজকে আমি হাটলে একাও
সঙ্গী দুজন দুজনার ।।