তোমায় একটা আরাম বিকেল দিতাম
যদি তোমার তপ্ত দুপুর থাকতো ,
যে ঘাম গুলো কষ্ট থেকে আসে
তারাও তোমায় মাথায় করে রাখতো ।
একলা নাবিক ছেড়া পালের ভাঁজে
ভাবছে সুখী হাওয়ার মতন সেও,
নদীর জলে অবিশ্বাসের তুফান
বুকের ভিতর মৃত নদীর ঢেউ !
সেই বিকালের হাওয়ায় মিলতো কথা
কেমন যেনো অন্য ছিল রীতি
হটাৎ করেই ঝোড়ো হাওয়ার সাথে
পাল্টে গেলো প্রাচীন রাজনীতি !!