আমার চোখের রাত্রি জাগা সুখে
হাসিমুখে যেন পাশ ফিরেছে ঘৃণা,
নিঃশব্দ মেশা নিঝুম কোন রাতে
কাব্য করো, লজ্জা চাইবো না।
তুমিও না হয় ভুললে ক্ষতের বানান
আমিও বৃথা আটকে গেলাম শেষে,
মন খারাপ তো অনেক হলো এবার
স্তব্ধতা সব ঝড়ুক পাতার বেশে।
হঠাৎ কোনো মন খারাপের ক্ষণে
হারানো গলি আবার খুঁজে পেলে,
তাকিয়ে দেখো ডুবেই আছি সেদিন
তোমার আমার সেই প্রিয় ছায়ানীলে !