প্রথম যে বাটি বাংলার মাটি
দু’নয়নে আমি দেখেছি।
প্রথম কানেতে যে ভাষার ধ্বনি
মায়ের মুখেতে শুনেছি।
প্রতম যে বাতাস ছুয়েছে আমায়
যে’ পাখির গান শুনেছি।
প্রথম যে’ আলো নেশার মতন
দু’নয়ন দিয়ে সয়েছি।
প্রথম যে’ নদীর কুলু-কুলু গানে
ছন্দ আমি শিখেছি।
প্রথম যে’ছবি মনের তুলিতে
হৃদয় গভীরে এঁকছি।
সে’যে আমার বাংলাদেশ
তোমাকে আমি চিনেছি।
তাইতো হৃদয় উজার করে
তোমাকেই ভালো বেসেছি।