স্বাদ মানে সেই মায়ের হাতের ধোয়াওঠা ভাত
স্বাদ মানে সেই রসের পিঠার গন্ধে ভরা রাত।
স্বাদ মানে সেই ছেলে বেলার শখের পিঠা পুলি
স্বাদ মানে সেই মায়ের রান্না,কেমন করে ভূলি।
স্বাদ মানে সেই সাধুর হাটের বাবার কেনা মোয়া।
স্বাদ মানে সেই স্যারের বাড়ি প্রসাদ খেতে যাওয়া।
স্বাদ মানে সেই পুকুর ঘাটের পোঁকা ভরা আম
স্বাদ মানে সেই সনের ভিটার সদ্য পাঁকা জাম।
স্বাদ মানে সেই সরসে তেলে ইলিশ ভাজার ঘ্রাণ
স্বাদ মানে সেই ঈঁদের পায়েস গন্ধে মাতাল প্রাণ।
স্বাদ মানে সেই লতাপাতায় লুকিয়ে থাকা ফল
স্বাদ মানে সেই মাটির ঘড়ায় শীতল মিষ্টি জল।
স্বাদ মানে সেই গরম গরম গাভীর দুধের সর
স্বাদ মানে সেই পাঁকা তালের গন্ধে ভরা ঘর।
স্বাদ মানে সেই ইফতারিতে চিড়া-মুড়ির ঝোল
স্বাদ মানে সেই চালের রুটি, নারিকেলের রোল।
স্বাদ মানে যে, যাহাই বলুক ভোজন বিলাস নয়
স্বাদ জানে মোর ছেলে বেলার দুষ্টু রসনায়।