ওরে! সুমধুর আজানের সুর
আমার কানেতে বাজে।
আকুল ধরনী,ব্যাকুল রজনী
নয়নে আমার জ্বলেছে রোশনি
জেগেছে পূলক,দীনের ঝলক
আমার হীয়ার মাঝে॥
ওরে বিষধর,থাকিসনে তুই
শয্যাতে পরি আর;
মুদিলে দুআখি পারিবেনা কভূ
চাইলেও খুলিবার॥
আজিকে দিওনা দুনিয়ার সুখে
আত্মার বলি দান।
মুয়াজ্জিমের কন্ঠে ও সুর
সত্যের জয়োগান॥
একি সুমধুর আজানের সুর!
হৃদয় আমার কাঁদে;
মন বসেনা ঘরেতে আমার
ছুটে যায় মসজিদে॥