মৃত্যু কষ্ট, মৃত্যু কান্না,
মৃত্যু হাসি অবিরাম।
কাহার কষ্টে কার আসে যায়?
কেইবা দিবে কাহার দাম।
আমার পাশে কষ্ট শেষে
বিদায় নিলো কত জন!
আমার মনে ভয় আসেনি
যেতে আমার কতক্ষণ।
তবু হাসি ভালোবাসি
জয় জয়কার এ'জীবন
অন্ধ আমি বেয়াকুব আমি
সত্য দিলাম বিসর্জণ।
যখন ভাবি এমন হবে
আমি গেলেও একই ফল।
হাসবে মানুষ গাইবে মানুষ
ভেবেই চোখে এলো জল।
মৃত্যু তুমি তোমার ক্ষুধা
মিটবে যখন আমাতে;
তাহার আগে পারি যেন
গুনাহ'র বোঝা কমাতে।
আল্লাহ আমায় কবুল করো
তুমি ছাড়া নেই আপন।
তোমার পায়ে সোনার জীবন
দিলাম আমি বিসর্জন ।