সবাই যখন একলা এসে আবার যাবো একা,
মাঝখানেতে সব একাদের হলো যখন দেখা,
তবে কেন এমন সুযোগ করবো বরবাদ;
এসো সবাই মিটাই তবে মিলন মেলার স্বাধ।
কেন এত আপন আপন,
করছো তুমি যখন তখন
জন হারালে জন পাবেনা মধুর বুনিয়াদ।।
নয়তো কিছুই তোমার আমার
চোখ মুদিলে দেখবে কি আর
তোমার এমন হারিয়ে যাবার পাবেনা সংবাদ।।
ভাই বলে তাই গলায় ধরি
বোন বলে তাই আদর করি
মা বলে তোর পায়ে পড়ি, দে ‘মা’ আশির্বাদ।।
এসো সবাই মিটাই তবে মিলন মেলার স্বাধ।