‘মাইকেল মধুসূদন’ তোমার জন্য
আমরা পেয়েছি চতুর্দশপদী ছন্দ।
মরেও তুমি অমর হলে, মহামান্য;
প্রবাসেও তুমি দেশপ্রেমে ছিলে অন্ধ।
সাহিত্য তোমার মহাকাব্যে হল ধন্য
আমরাও পেয়েছি অমিত্রাক্ষর ছন্দ
পেয়েছি আমরা নতুন ফুলের গন্ধ।
সাহিত্যে তোমার অবদান অসামান্য।
স্মরণে বরণে চিরকাল আছো কবি
আজও তোমার কবিতায় ভরে প্রান।
হে, সাহিত্যাকাশের অস্তবিহীন রবি,
ভালো থেকো তুমি কোটি হৃদয়ের ধন।
বাঙালি হৃদয়ের আঁকা তোমার ছবি
মহা কবি হে... ‘মাইকেল মধুসূদন’।
[চতুর্দশপদী কবিতা]