আহ, কেমন আছো তুমি?
জানো, আজ অনেক ব্যস্ত ছিলাম আমি;
বায়ারের সাথে কথা বলা,
সাপ্তাহীক কনফারেন্স,
বসের সাথে আড্ডা,
কলিকের সথে কাজের বোঝাপরা, তারপর....
---তারপর?
ঐযে, আবার কি হলো?
রাগ করোনা লক্ষ্মী সোনা।
আমিতো তোমার জন্যই ছুটছি।
এই ব্যস্ততা,
ফোটা ফোটা ললাটের ঘাম,
ছোট ছোট বায়না,
বড় বড় আশা
এ’সব কার জন্য?
কিগো শুনছো?
----নাহ।
ঐযে, কি হলো? এখনো তোর মান ভাঙেনি?
কিছু কথা বলার ছিলো।
----বলো।
তুমি কি খেয়েছো?
বিশ্বাস করো, সকালের ভূলের জন্য আমি
আজ সারা দিন জ্বলে-পুড়ে মরেছি,
আর আমাকে কষ্ট দিওনা প্লিজ।
একটু ছুয়ে দেই?
----ঙুহু, নাহ..........
বাধা দিওনাতো।
----ঙুহু.........
কি করলাম এমন?
তোমার জন্ম দিনের কথা ভেবেইতো আমি
আমার প্রিয় পিসিটা বিক্রি করতে চেয়েছি,
তোমাকে একটা লাল শাড়ি দেব বলে।
----আচ্ছা, ওসব কথা বাদ দাও,
এখন বলো তুমি কেমন আছো?
----হাহাহা............
এই কথাইতো শুনতে চেয়েছিলাম।
আমার লক্ষ্মী সোনা।