হারিয়ে গেল জীবন থেকে সব ম্যানুয়াল
ভালোবাসার জায়গা গুলো আজ ডিজিটাল।
জমিয়ে রাখা কথাগুলো চিঠির পাতায়
হয়না লেখা আগের মতো ভালোবাসায়।
বহু দিনের আবেগ গুলো রাত্রি জেগে
হয়না লেখা আগের মতন অনুরাগে।
পিদিমের শুকায় রাত্রি পোহায় ঘরের বধূ।
ভালোবাসায় কৌতূহলে ভাবতো শুধু
কোথায় আছে, কেমন আছে তার প্রিয়জন
ডিজিটালে আজকে তাহার নেই প্রয়োজন।
নেই প্রয়োজন রাত্রি জেগে কান্না করার
ভালোবাসার মূল্যটা সে বুঝবে কি আর।
বহুদিনের আবেগ ভরা একটি পাতায়
কত কথাই লেখা হতো মনের ভাষায়।
যে'দিন থেকে এই মুঠো ফোন সুলভ হলো
সে'দিন থেকেই ভালোবাসা নিপাত গেল।
আর জোটেনা মিষ্টি কথার একটি পাতা
বকাবকি গালাগালি জুটছে যা-তা।
হাতপাখাতে আর দেখিনা লতাপাতা
নকশী করে হয়না লেখা মনের কথা।
নকশী রুমাল নাই বা জুটুক মনের দামে
বধূর আঁচল ভেজেনা আর পতির ঘামে।
শাড়ি গেল,কামিজ এলো কত্ত ফ্যাশান
এলো কতো এসি,কুলার,ফ্রিজ ওভেন।
আর দেখিনা ডিজিটালের এই জুগেতে
পত্নী তাহার পতির পাশে হাতপাখাতে।
সূইচবোর্ডেই ভালোবাসা আটকে গেল!
জয় ডিজিটাল মেনুয়্যালের দিন ফুড়ালো।