দু'চোখে নিলীন গাঁও, আমারে ছাড়িয়া দাও
ছানদো ছিড়ে
নিশার স্বপন দেশে তোমারই ছবি ভাসে
নয়ন ঘিড়ে।
সবুজের পরিপাটি আমার সোনার মাটি
সুশ্বন মলয়ে,
এখনো কি মোর আশে রয়েছো কি পথ পাশে
দু'হাত বাড়ায়ে?
ভরা নদী, ভরা বিল, জোসনায় ঝিল-মিল
রহসি রাতের নভঃ তল
এখনো কি আনমনে চাহিয়া পথপানে
দাঁড়ায়ে রয়েছো নিশ্চল?
ভাবি তোরে সারাক্ষণ কাঁদে মোর দু'নয়ন
সুদূর দেশে
যদি মোর ভালো চাও আমারে ছাড়িয়া দাও
বাঁধন খসে।
কত মুখ, কত জন লোবি আমি সারাক্ষণ
এ'ধারে বসিয়া
তোমাদের মত এথা কয়নাকো দুটি কথা
মধুর হাসিয়া।
কতটা বছর ধরে তোমাদেরই মনেপড়ে
সুদূর শহরে
ডুবে আছি ধনিদের কোলাহল মানুষের
অথই পাথারে।
কেউ নাহি বাসে ভালো বুকে নাহি টেনে নিলো
এই পরবাসী
এখানে বাদল ঝরে তোমারই মতন করে
দেখিনাকো পদ্মের হাসি।
ওরে সোনার গাঁও আমারে ছাড়িয়া দাও
অভিমানে
এখনো কি করো স্নেহ ব্যকুল নয়নে চাহ
পথের পানে?