মৌটুসি, আজ অনেক দিন হয়ে গেল
নিদ্রা কুসুম ফোটেনা আর দ্বিপ্রহরে,
আগের মত ঝরেনা পবন নিশ্বাসে,
কাটেনা ঘোরের আঁধার নয়ন জুড়ে
দিতেছে পাহাড়া তারকার ফুল যত।
মৌটুসি, আর কত দিন বন্ধ দুয়ারে
গন্ধ ভরা রহস্যতে থাকব দাঁড়িয়ে?
আর ক'দিন পরেই,দখিনা বাতাস
কোকিলের কুহু তানেই থেমে যাবে,
বসন্ত বুঝি চলে যায়,তুমি কোথায়?
আমি সেই অপয়া সূর্যের মতনই
যে নিজেই একটি বাস্তবতার গল্প;
সেই অনন্ত কাল ধরে ঠিক এখনো
দিতেছে কিরণ দুমেরুর বুক জুড়ে
দুটি মৌসুমে বানও ডেকেছিল সত্য
তবুও বরফ বরফ’ই থেকে গেল।