কোথায় যাবো বলো, তুমিনা দিলে ঠাই
আমার পৃথিবীতো একটাই।
তোমার পৃথিবীতে নানান রঙের মেলা
আমারতো আর কিছু নাই।
তোমার পৃথিবী জুরে নানান আয়োজন
আমার পৃথিবীটা শূণ্য।
আমার পৃথিবীটা ধূ-ধূ মরুর মতো
তোমার পৃথিবী অরণ্য।
কেউ আর জেগে নেই, শহরের বুকে
ভাবছি একাকী তোমাকেই।
যখন ঘুমাও তুমি, সোনার খাটে
তখন আমার ঘুম নেই।
রাতের ল্যাম্প পোষ্ট আঁধারের মাঝে
আমার রাতের সাথী তারা,
আঁধারে মিলে যাওয়া শহরের গলি
আমাকে করেছে ঘরছারা।
অস্থির মন নিয়ে নিরূদ্দেশে
হারিয়ে যেতে নেই মানা,
আনমনে সারাদিন পথচলা যেন
হয়েছে আমার শান্তনা।
পোড়ামনে নেই আর এতটুকু সুখ
আছে শুধু বেদনার ঢেউ,
পৃথিবীটা দেখে দেখে মনে হয় আজ
আমাকে চায়না যেন কেউ।
তোমার পৃথিবীটা তোমার খুশি মতো
সাজিয়ে নিলে নিজ হাতে,
আমার পৃথিবীটা তোমাকে ছাড়া
পারবনা কখনো সাজাতে।
হারানোর পথ নেই তুমিও দিলেনা ঠাই
আমার পৃথিবীতো একটাই।
কোথায় হারাবো আমি,তুমি বলে দাও
আমারতো আর কেউ নাই।