এই প্রবাসে আমি কারো প্রেমিক হতে আসি নি
আমি এসেছি রক্ষক হতে
রাত বিরাতে কারো নিরাপত্তার আশ্রয় হতে।

এই প্রবাসে আমি সুখী হতে আসি নি
আমি এসেছি সুখে রাখার প্রত্যয় নিয়ে
যখন তখন কারো সুখের কারণ হতে।

এই প্রবাসে আমি রাজা হতে আসি নি
আমি এসেছি রাজ কন্যার বাবা হতে
রাজ কন্যাকে কাঁদে শুইয়ে সারা বাড়িতে সুখ খুঁজতে।

এই  প্রবাসে আমি স্বপ্ন দেখতে আসি নি
আমি এসেছি স্বপ্ন বিলাতে,
কারো স্বপ্নের বাস্তবিক রূপ দিতে
রাত-দুপুরে ঘুম ভাঙ্গা দুঃস্বপ্নের সান্ত্বনা হতে।

এই প্রবাসে আমি ভালবাসতে আসি নি
আমি এসেছি ভালবাসায় আগলে রাখতে
ঢেউ তোলা বুকে ধড় ফড় করা ভালোবাসি হতে।

এই প্রবাসে আমি কাঁদতে আসি নি
আমি এসেছি কারো আকাশে জমাট বাঁধা মেঘ হতে
শূন্যতার গড়িয়ে পড়া অশ্রু হতে।

এই প্রবাসে আমি গোধূলি বিকেল হতে আসি নি
আমি এসেছি বেলকনিতে দাঁড়িয়ে থাকা সুখ হতে,
খোলা কেশে মৃদু হাওয়া হতে
মেঘলা আকাশে  একলা কোন বিকেল হতে।

এই  প্রবাসে আমি ভরা জ্যোৎস্না হতে আসি নি
আমি এসেছি কারো অশ্রু ভেজা উপাধান হতে
আমি এসেছি কারো ছটফট করা শূন্যতার সাক্ষী হতে।

এই  প্রবাসে  মরুর বুকে
আমার নিজের কোন অস্তিত্ব নেই,
আমি প্রকৃতির এক অদ্ভুত শূন্য!
ধরা যায় না, ছোঁয়া যায়না।  
শুধুই অনুভব করা যায়
এমন এক  নিদারুণ  অনুভূতির
এই  মরুর শহরে আমি।

©️রওনক