নারী তুমি অমিয় শক্তি,
তোমাতেই লুকায়িত মনুষ্য সৃষ্টি।
তোমার মাঝেই শান্তির প্রতিকি,
তুমি দূর্ভেদ্য তুমিই অগ্নি।

নারী তুমি ধৈর্যের আরেক রূপ,
তোমাতেই নতমস্তকে জগতের সুখ।
তোমার মাঝেই জগতের মোহমায়া,
তুমি স্নিগ্ধ তুমিই ছায়া।

নারী তুমি মাদার তেরেসা,
তোমাতেই বুলি তোমাতেই শিক্ষা।
তোমার মাঝেই বেগম রোকেয়া,
নারী জাগরণের শ্রেষ্ঠ কায়া।

নারী তুমি দীপ্ত বজ্রকন্ঠী,
তোমাতেই উচ্ছাস তোমাতেই মুক্তি।
তোমার মাঝে লুকাইত নতুন রবি,
নিষ্টুর ধরিত্রী বুকে প্রশান্তির ছবি