আমি কেনো বসে ভাবি একা?
আমি কেনো শুনি তোমার কথা?
পাখির ঐ ডানায় বসে
ঘরে ফিরি সাঝে।
তবু কেনো বসে থাকা
না পাওয়ার ভাজে?

আমি কেনো বসে থাকি ফাকা?
আমি কেনো মানি তোমার বাধা?
নিরবধি শুয়ে শুয়ে
ভেবে চলি মাঝে।
তোমারি দেওয়া কাটা
বুকে শুধু বাজে।

আমি কেনো দেখি চলে যাওয়া।
আমি কেনো লিখি তোমার পাওয়া?
হাসিমুখে গেয়ে চলি
নিত্য সব কাজে।
তবু কেনো লেকেরা সব
আমায় দেখে হাসে?

আমি নিজের ঘর চিনি না।
আমি মনের কথা বুঝি না।
তাই বুঝি তুমি এখন
অন্যের ঘরে।
ব্যাথা গুলো বুকে নিয়ে
যাই দূরে সরে।