লুকানো শহরের দেয়ালে দাঁড়িয়ে,
অনির্বান পথ চলা ছেলেটা।
বন্ধ শহরের ব্যাস্ততা লুকিয়ে
নির্বাক নি:শব্দ দীর্ঘশ্বাস ফেলে।
নির্জনতা পেরিয়ে খোজে লোকালয়।

দেয়ালে বসা একা পাখি,
অপলক তাকিয়ে খোজে
স্থবিরতার নড়ে ওঠা।

সে কি ভীষণ আঁধার।
ঘুম ভাঙা চোখে তাকিয়ে দেখে
নির্বাসনের হেটে আসা।
ছেড়ে যেতে হবে দেয়ালের ছোয়া।
তবু আলিংগন করে নেওয়া সময়,
ভেজে ঘুমন্ত শহরের অশ্রুতে।

ছেলেটি একে চলে এক সীমানা প্রাচীর।
এই বুঝি এসে বসে সেই একা পাখি।

অনাগত যুদ্ধ মাখা শরীরে।
তিলে তিলে ক্ষয়ে আসা সময়।
স্তব্ধতা বেছে নেয়া ছেলেটি,
খুজে চলে ছেড়া সপ্ন আর ভাঙা খেলাঘড়।
অবশেষে আটকা পরে কাঁটাতারের সীমানা প্রাচীরে।
==============================