তোমার খুনসুটি মাখা ভোর,
আমার কাটে না তোমার ঘোর।
আমি দুচোখ বুজে রই,
পাছে ফুরায় প্রেমের মোড়।
আমি ভাবছি শুধু ভাবছি,
না জানি কত কি শুনছি,
ভোর হবে ভেবে কাপছি
তবু সপ্ন সাজিয়ে থাকছি
যদি চোখ মেলে না পাই
তবে আবার হারিয়ে যাই
তাইতো শুধুই তোমার আকাশে
ঘোরায় সপ্ন লাটাই।
তোমার অলস সে দুপুর
আমি দেই পরিয়ে নুপুর।
রিনঝিন সুরে বাজবে আবার
হারিয়ে নিজের সুর।
আমি দেখছি শুধু দেখছি,
আর নিজে নিজে ভাবছি,
কেনো মিথ্যে নিয়ে থাকছি?
কেনো তোমার সুবাস মাখছি?
যদি আবার হারিয়ে যাও
তবে নষ্ট হয়ে রও।
হবে না ঠাই আমার আকাশে
এটা তো জেনে নাও।
==================