বাজে ঝংকার,
করে হুংকার,
ত্রাহি রবে,
সাজে সংসার।

ক্রোধে অংগার,
হয়ে সোচ্চার,
রুব্ধ অবনী,
ভীত সঞ্চার।

দীপ্ত আলোকে,
নিত্য ভূলোকে,
নহে ভানু,
রইবে তৃলোকে।

ভীত ধরনী,
শ্রান্ত রজনী,
নিশি কাব্যে,
রুষ্ঠ রুহিনী।

মম চিত্ত,
নহে ভৃত্য,
সইবে মানসে,
করে নৃত্য।
=======