খেতে বসে চোখ কপালে
দেখছি যত দূরে।
টেবিল খানা ঠাসা আছে
নানা পদে ভরে।
গোস্ত আছে, পোস্ত আছে
আছে হরেক রান্না।
কোনটা ছেড়ে, কোনটা খাবো
এটাই শুধু ভাবনা।
এক টেবিলে খাচ্ছি বসে
সকল দেশের সুধী
ভিন্ন জনের ভিন্ন রুচি
ভিন্ন স্বাদেই খুশি ।
চীনার রুচি সব কিছুতে
গোঁ ছোবে না হিন্দু।
শুয়োর দেখে নাক সিটকোয়
দাড়ি ওয়ালা সিন্ধু।
আমিষ খেলে জাতটা যাবে
বললো বৌদ্ধ সাধু।
এ সবেতে নেই অরুচি
যীশু ভক্তের শুধু।
এই খাবোনা ঐ ছোবোনা
বাহানা সবে শুরু।
তাই বলে কি? শুকনো মুখে
রবে নাস্তিক গুরু?
এসব দেখে যাচ্ছে মরে
আমার ক্ষুধার জ্বালা।
লোক দেখিয়ে পরে নেবো
শুধুই ফুলের মালা।
কে করেছে কে করেছে?
খেতে সবই বারণ।
বাড়ি গিয়ে লুকিয়ে খাবো
খুঁজবো নাতো কারণ।
দেখতে গেলেও পাবে নাতো
আমায় খোঁজো যত।
সব খাবো আজ, পারলে ঠেকাও
শক্তি দেখি কত?
========================