আমি নিশ্চুপ তাকিয়ে দেখি,
নিষ্ঠুর সমাজের কড়াল চিত্র।
যেথা সর্বাসনে রহে সমাজপতি,
নহে কেউ কারও মিত্র।

যেথা বৃক্ষের রং চোখ রাঙ্গিছে,
মরুত্বের হিংস্র ভয়াল রূপ।
সেথা রক্ত নেশায় ডুব দিয়েছে,
বিষাক্ত চেতনার সুখ।

যেথা প্রাচুর্যের  সীমানা প্রাচীর,
বৈষম্যের কাটায় ঘেরা।
সেথা বিবর্তন পাত্র হাসির,
রসহীন সাম্যের কথা।

জনে জনে বর্নিত  শুধু নিজে,
তুমিতে প্রবল আপত্তি।
মজলুম ডুবিছে অতল দীনে,
ব্যাস্ততায় অঢেল সম্পত্তি।

শিক্ষায় নিমত্ত কুশিক্ষার মন্ত্র,
মনুষ্যত্বের বন্ধ শ্বাস।
সর্বদা বহিছে মিথ্যা তন্ত্র
গংগা স্নানে সত্যের লাশ।