শব্দ কাহন কাহারে কয়?
শ্রবনে কি ভুল?
শব্দের নেশায় মত্ত রয়ে
শব্দ বানে ফুল।
শব্দে রহে স্ব শব্দের বীজ
পর করিয়া নীড়।
শব্দের পেশায় তপ্ত প্রভা
শব্দ নাশে ভীড়।
পঞ্চবাণে শব্দ মাতে
বধ করিতে যম।
শব্দের দেবী পাঠ করিছে
শব্দ শ্লোকের দম।
শব্দে যপে সাধিতে বাধ
লইয়া ইষ্ট নাম।
শব্দ মাঝেই করিছে বাস
জগত জোড়া কাম।
শব্দের শব্দে করিতে নাশ
হৃদ কামনার রস।
শব্দে শব্দে বাজিয়া যায়
খ্যাতি নামের যশ।
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷