বাহির পানে যাসনে খুকি,
আসছে তেড়ে শীতের বুড়ি।
লেপকাথা সব গায়ে দিবি,
নইলে শীতের কামড় খাবি।
দাঁত কেলিয়ে হাসছে দেখো,
জলের মুখটা ভীষণ কালো।
কি ভেবেছিস, এমনি ছোঁবো?
ধরার আগেই চুলোই দেবো।
ওরে বুড়ি কোথায় যাবি?
কেমন করে দাঁত বসাবি?
বাইরে বসে কাটবি আচর,
খুকি আমার লেপের ভেতর।
=======================