কালো রাতে চিকন  রাধে,
প্রেমো বাশির টানে।
কলশী কাখে জল ভরিতে
খেয়া ঘাটে ছোটে।

কৃষ্ণ প্রেমে মাতাল হয়ে
পাগল পাড়া রাধে।
যেতে যেতে বারে বারে
পেছন ফিরে দেখে।

দেখলে কেহ জাত যে যাবে
মনে ভীষণ শংকা।
মনের ঘরে প্রেম জাগিছে।
বাজিছে দারুণ ডংকা।

পুকুর ঘাটে বংশী হাতে
কৃষ্ণ আছে বসে।
কখন ছুটে আসবে রাধে,
মিষ্টি মুখে হেসে।

আদিম প্রেমে মজবে দুজন
পণ করেছে মনে।
অপার সুখে ভাসবে দেহ
নিকষ কালো জলে।
=================