আমি নিশ্চুপ বসে আছি,
একাকিত্বকে সাথে নিয়ে।
ক্লান্ত হৃদয় আটকা পরেছে,
অবসাদের বেড়াজালে।
স্থির চিত্তে, অদৃষ্ট লিখনে,
ভেবে চলেছি নির্লিপ্তে।
নিত্য অসহায়ত্ব চেপে আছে
অসাড় চেতনার মায়াজালে।
ভীষণ শব্দের অস্তিত্বে,
খুঁজে চলেছি তোমাকে।
রুদ্ধ অবনীর পদাতলে
হারিয়ে ফেলেছি নিজেকে।
ক্ষুব্ধ দৃষ্টিতে চেয়ে দেখি
আজ আপন সত্তাকে।
সমীরনের প্রতাপে চূর্ণ আমি
মুছে ফেলেছি সময়কে।
হয়তোবা আমি পারবোনা
ফিরে যেতে সেখানে।
আমি শব্দের ইতি টেনে
দেখা হবে মরনে।