গগণ চিরে উঠবো ভেসে,
             রোদ ছড়াতে ঐ।
জগতটাকে রাঙিয়ে দিয়ে
             আঁধার সরাবই।

ঘুমিয়ে থাকা জাতির মাঝে
             প্রানের ছটা কৈ?
ঊষার আলো জ্বালিয়ে দিয়ে
               ঘুমটা ভাঙাবই।

পালটি তুলে নৌকো নিয়ে
           দিলাম ছেড়ে পাড়।
মাঝ নদীতে খুজবো গিয়ে
               মনের চন্দ্র হার।

আসবো নিয়ে সবার তরে
      ভোরের স্নিগ্ধ আলো।
সরিয়ে নেবো নিভিয়ে দেবো
            রাত্রির সব কালো।

নতুন দিনে নতুন করে
         গাইবো নব্য সুর।
জগত জুরে কলির ছায়া
          সকলি হবে দূর।